Sunday, January 22, 2012

দাম্পত্য জীবনঃ----বিয়ের আগে পাত্র-পাত্রী দেখাদেখি পর্ব----

দাম্পত্য জীবনঃ----বিয়ের আগে পাত্র-পাত্রী দেখাদেখি পর্ব---- 

 

একসময় বিয়ের জন্য পাত্র-পাত্রী দেখা হত বাড়ি বাড়ি গিয়ে। পরিবারের গুরুজনরা মিলেই সব কথাবার্তা শেষ করতেন। পাত্র-পাত্রীর প্রথম কথা হত বিয়ের দিন। এখন সময় বদলে গেছে। এখন বিয়ের জন্য পাত্র বা পাত্রী দেখতে কেউ কারো বাড়ি ছুটেননা। দেখাদেখির ধরনে এসেছে ভিন্নতা। হয়ত কোন রেস্টুরেন্টে বা কোন শপিং সেন্টারকেই সবাই বেছে নেন পাত্র-পাত্রী দেখার স্থান হিসেবে। তারাই নিজেদের মধ্যে কথাবার্তা সেরে নেন। তবে এক্ষেত্রে অনেকেই অনেক কিছু জানতে বা বলতে ভুলে যান। ফলে ফিরে আসার পর চিন্তায় পড়ে যান বা আফসোস করেন অনেক কিছুই জানা হয়নি ভেবে।

এমন পরিস্থিতিতে যারা পরতে যাচ্ছেন আর যারা নিজেদের বিয়ের ফুল ফোটাতে চাচ্ছেন তাদের জন্য দেয়া হলো কিছু টিপসঃ


১. দেখাদেখি করার আগে মোবাইলে কথা বলে পরিচিতিটা কিছু স্বাভাবিক করে নিতে পারেন। একেবারেই না জেনে দেখা করতে যাওয়াটা ঠিক হবেনা। এতে দুজনের মধ্যেই একটা অস্বস্তির সৃষ্টি হবে।


২. কথাবার্তা বলে দুজনের মতামতকে গুরুত্ব দিয়ে তবেই দেখা হওয়ার স্থান নির্বাচন করুন।


৩. দুজনের যাতায়াতের সুবিধা যাতে থাকে সেদিকে খেয়াল রাখুন।


৪. অনেকেই পাত্র-পাত্রী দেখার সময় দল বেধে যেতে পছন্দ করেন। এক্ষেত্রে যদি পারা যায় একাই চলে যেতে চেষ্টা করুন। এতে করে দুজনের আলাপ সহজ হবে যা হয়ত মানুষের সামনে করতে দ্বিধায় পড়তেন। আর একেবারেই কাউকে নিয়ে যেতে হলে কথাবার্তার সময় তাদের থেকে দূরে বসে আলাপ সারতে পারেন।


৫. প্রথম দেখাতেই কাউকে পছন্দ নাও হতে পারে। সেক্ষেত্রে তাড়াহুড়ো করে চলে না এসে সৌজন্যতাবোধ দেখান। কিছুক্ষণ বসে সময় কাটানোর পর আসুন।


৬. প্রথম দেখাতেই কেউ কারো ব্যাক্তিগত বিষয় নিয়ে জানতে চাইবেন না। সাধারণ জানাশোনার কাজটি করে নিন।


৭. কৌশলে সুন্দর করে একে অপরের ভালো লাগা, মন্দ লাগাগুলো জেনে নিন।


৮. অনেকেই আছেন নিজের সম্পর্কে বাড়িয়ে বলতে যান। মনে রাখবেন যদি বিয়ে হয় তাহলে সেটা দুটি জীবনের সারা জীবনের ব্যপার। তাই সত্যটা জানানোই বুদ্ধিমানের কাজ।


৯. নানা রকম বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি কেমন তা বুঝিয়ে বলুন আর অপরেরটাও বুঝে নেয়ার চেষ্টা করুন।


১০. নিজেদের পরিবার-পরিজন, সামর্থ্য ইত্যাদি বিষয় জানানোটা অনেক ভালো। এতে করে নিজের সম্পর্কে পরিষ্কার থাকা যায়।


১১. প্রথম দেখাতে অনেক কিছুই জানা সম্ভব নয় তাই দ্রুত সিদ্ধান্ত না নিয়ে সময় নিন প্রয়োজনে আবারো দেখা করতে পারেন।


সিদ্ধান্ত যাই হোক না কেন ভালোমত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়াটা ভালো। অনেকেই ভেবে থাকেন আড়াল থেকে দেখেই চলে আসবেন। অন্যের অজান্তে এভাবে দেখে না চলে এসে জানিয়ে দেখা করাটা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে আর দেরি কেন? পাত্র-পাত্রী দেখতে যাচ্ছেন? সব কিছু মাথায় রেখে চিন্তামুক্ত হয়ে চলে যান। শুভ কামনা রইল সবার জন্য।




মুসলিম পরিবারে.....বিয়ের প্রস্তাবঃ শরীয়তে বিবাহ বলতে কী বুঝায়/বিবাহের তাৎপর্য/বিয়ের প্রস্তাব এবং তার নিয়মাবলী

http://www.sonarbangladesh.com/blog/ctg4bd/41440


মুসলিম পরিবারে বিয়েঃ ১ম পর্ব-বিয়ের করণীয় বিষয়সমূহ

http://www.sonarbangladesh.com/blog/ctg4bd/40905

 

-লিখেছেন সিটিজি৪বিডি 

Source:http://www.sonarbangladesh.com