Sunday, January 22, 2012
দাম্পত্য জীবনঃ----বিয়ের আগে পাত্র-পাত্রী দেখাদেখি পর্ব----
একসময় বিয়ের জন্য পাত্র-পাত্রী দেখা হত বাড়ি বাড়ি গিয়ে। পরিবারের
গুরুজনরা মিলেই সব কথাবার্তা শেষ করতেন। পাত্র-পাত্রীর প্রথম কথা হত বিয়ের
দিন। এখন সময় বদলে গেছে। এখন বিয়ের জন্য পাত্র বা পাত্রী দেখতে কেউ কারো
বাড়ি ছুটেননা। দেখাদেখির ধরনে এসেছে ভিন্নতা। হয়ত কোন রেস্টুরেন্টে বা
কোন শপিং সেন্টারকেই সবাই বেছে নেন পাত্র-পাত্রী দেখার স্থান হিসেবে।
তারাই নিজেদের মধ্যে কথাবার্তা সেরে নেন। তবে এক্ষেত্রে অনেকেই অনেক কিছু
জানতে বা বলতে ভুলে যান। ফলে ফিরে আসার পর চিন্তায় পড়ে যান বা আফসোস করেন
অনেক কিছুই জানা হয়নি ভেবে।
Subscribe to:
Posts (Atom)